এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না গণ-অধিকার পরিষদ: নুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না গণ-অধিকার পরিষদ। শুরু থেকেই আমরা বলে আসছি, স্থানীয় কিংবা জাতীয়, কোনো ধরনের নির্বাচনেই আমরা এই সরকারের অধীনে যাব না।
রাজধানীর পুরানা পল্টনে মঙ্গলবার (১ মার্চ) গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
নুরুল হক নুর বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ জন সম্পর্কে আমরা আমাদের মতামত তুলে ধরেছি। আমরা স্পষ্ট করেছি যে, এই কমিশন যদি পরবর্তী সময়ের জন্যও কমিশন হয় এবং সেখানে যদি একটা কেয়ারটেকার হয়, তাহলে এই নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে না। কিন্তু রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পুনর্গঠন করতে হবে।’
নতুন নির্বাচন কমিশনকে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও বীরমুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাগত জানানো প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন একক ব্যক্তি। তাঁর ব্যক্তিগত স্বাধীনতা আছে, যেকোনো বিষয়ে মতামত দেওয়ার। তাঁর নিজের আগ্রহের জায়গা থেকে তিনি বলতে পারেন। সেটি তাঁকেই জিজ্ঞেস করতে পারেন। আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আমাদের দলের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে থাকি। যারা এই সময় দেশের জন্য কথা বলেন, আমরাও তাঁদের সঙ্গে যাই। তার মানে এই নয় যে, তাঁদের সবকিছুকে আমরা ধারণ করি কিংবা তাঁরা আমাদের সবকিছুকে ধারণ করেন।’
এক প্রশ্নের জবাবে গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা আমরা অনেকবার বলেছি।’
এসএ/