উত্তরপ্রদেশে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
ভারতের উত্তরপ্রদেশের মহাবন এলাকায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১ যুবক।
বুধবার (২৩ আগস্ট ) মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা যায়, বুধবার (২৩ আগস্ট) রাতে মহাবন থানার অন্তগর্ত সাদাবাদ থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মথুরাগামী একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় উভয় মোটর সাইকেলে আরোহী ৪ যুবকের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সত্যেন্দ্র, আকাশ ও রাহুলের। আহত পবন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরএক্স/