একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও আটজন মারা গেছেন। একই সময়ে ২ হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯২৬ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক


এতে আরও বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮ হাজার ৬৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১৭৪ জন। মারা গেছেন ৫১৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৮০ জন এবং ঢাকা সিটির বাইরের ১৩৪ জন।


আরও পড়ুন:একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।


জেবি/এসবি