বিএনপি নেতা মিন্টুর হার্টে দুটি রিং স্থাপন, শারীরিক অবস্থা উন্নতির দিকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর হার্টে সফলভাবে দুটি রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার সকালে তাঁর হার্টে এনজিওপ্লাস্টি প্রক্রিয়ার মাধ্যমে দুটি রিং স্থাপন করা হয়। এর আগেও তার হৃদযন্ত্রে রিং স্থাপন করা হয়েছিল।
চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. খন্দকার আসাদুজ্জামান।
সাইদুর রহমান মিন্টুর পরিবার জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরএক্স/