চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপি নেতা কাদের গনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।
জ্বর ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ ও পিজি হাসপাতালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কাদের গনি চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার পর্যবেক্ষণ চলছে। তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।
এদিকে, কাদের গনির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা।
আরএক্স/