ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ৮৬ জন ঢাকা সিটি করপোরেশন এলাকার এবং বাকিরা রাজধানীর বাইরের জেলার বাসিন্দা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৫২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ হাজার ২২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমভিত্তিক রোগ নয়, সারা বছরই হচ্ছে। তবে বৃষ্টির সময় এর প্রকোপ বেশি দেখা যায়।” তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা মারার ওষুধ যথেষ্ট নয়, সিটি করপোরেশনকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে এবং জনগণকেও সচেতন হতে হবে।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জেল-জরিমানা বা প্রচারণা চালিয়ে হবে না। সঠিকভাবে জরিপ পরিচালনা করে, দক্ষ জনবল দিয়ে পরিকল্পিতভাবে ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জন রোগী মৃত্যুবরণ করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে আগের বছরের মতো বড় ধরণের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
আরএক্স/