কালো পতাকা মিছিলে অংশ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পিএম, ২৫শে আগস্ট ২০২৩

একের পর এক কর্মসূচির ঘোষণা দিয়ে যাচ্ছে বিএনপি। তার ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা গণমিছিল মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২ টার পরে রাজধানীতে বিভিন্ন সময় কালো পতাকা মিছিল বের করা হবে। সেই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়ে শুরু করেছেন নেতাকর্মীরা।
বিএনপির থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দু’টি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
