কালো পতাকা মিছিলে অংশ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

একের পর এক কর্মসূচির ঘোষণা দিয়ে যাচ্ছে বিএনপি। তার ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা গণমিছিল মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২ টার পরে রাজধানীতে বিভিন্ন সময় কালো পতাকা মিছিল বের করা হবে। সেই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়ে শুরু করেছেন নেতাকর্মীরা।
বিএনপির থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দু’টি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ সার্জিস আলম, পরে কণ্ঠে ঝরে পড়ে আবেগ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু
