ভারতে গাড়ি খাদে পড়ে নিহত ৯


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


ভারতে গাড়ি খাদে পড়ে নিহত ৯
গিরিখাতে পড়ে যাওয়া জিপ

ভারতের কেরলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। গুরুতর আহত আরও ২ জন। 


শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ওয়ানড়ে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়,পাহাড়ি পথ ধরে যাওয়ার সময়েই উল্টে যায় একটি জিপ। ২৫ ফুট নিচে একটি গিরিখাতে পড়ে যায় জিপটি। 


১১ জন যাত্রীর মধ‍্যে ৯ জনই মারা যান ঘটনাস্থলে। তাঁদের মধ‍্যে অধিকাংশই মহিলা। ওয়ানড়ের পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনাগ্রস্ত জিপের যাত্রীরা সকলেই পেশায় নির্মাণ শ্রমিক। কাজের শেষে বাড়ি ফিরছিলেন তারা।


বিকেল সাড়ে ৪টায় একটি বাঁকে ঘুরতে গিয়েই জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তা থেকেই সোজা পড়ে যায় ২৫ ফুট গভীর খাদে। পাথুরে এলাকায় পড়ে গিয়ে ২ টুকরো হয়ে যায় জিপটি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় অন্তত ৫ জনের। ঘটনার খবর পেয়েই ছুটে যান স্থানীয়রা। 


তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আরও ৪জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে। ওয়ানড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলেই খবর। পুলিশ আরও জানান, মৃতদের মধ‍্যে ৬ জনই মহিলা। 


প্রাথমিকভাবে জানা গেছে, মৃতরা সকলেই ওয়ানড়ের বাসিন্দা। ৯ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন কেরলের বনমন্ত্রী এ কে শশিধরণ। 


এই ঘটনা পরেই শোকপ্রকাশ করেছেন ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।


আরএক্স/