কুড়িগ্রামে দুই তৃতীয় লিঙ্গ ব্যক্তিকে পণ্য সামগ্রী বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


কুড়িগ্রামে দুই তৃতীয় লিঙ্গ ব্যক্তিকে পণ্য সামগ্রী বিতরণ
ফাইল ছবি

কুড়িগ্রামে তৃতীয়লিঙ্গ মানুষদের সমাজের মুল স্রোতে সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসা পরিচালনার জন্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


রবিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসন চত্বরে দুজন তৃতীয় লিঙ্গের মাঝে এক লাখ টাকার পণ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 


এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।


আরও পড়ুন: কুড়িগ্রামে গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকের সাফল্য


পণ্য সামগ্রী পেয়ে খুশী তৃতীয় লিঙ্গের সহিদার রহমান ও আবু আজাদ রানা জানান, ব্যবসা করে মাথা উঁচু করে সমাজে সম্মান নিয়ে বাঁচতে চাই। 


আরও পড়ুন: কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


জেলা প্রশাসন থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সহিদার রহমানকে মসলা জাতীয় সামগ্রী ও আজাদকে গালামালের উপকরণ কিনে দেয়া হয়।


জেবি/এসবি