কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
ছবি: জনবাণী

কুড়িগ্রামে দুদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শহরের শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে শুরু হয়েছে। 


রবিবার ( ৪ জুন) দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। 


আরও পড়ুন: ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন


এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।


মেলার প্রথম দিনে স্কুল পর্যায়ে ১৬টি ও বিজ্ঞান ক্লাব থেকে ২টিসহ মোট ১৮টি প্রকল্প অংশগ্রহন করে। মেলার দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ে মোট ২৭টি প্রকল্প অংশগ্রহন করবে। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।


জেবি/ আরএইচ/