ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৩ এএম, ২০শে নভেম্বর ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাটে ২দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ নভম্বের) উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ মাঠে ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯টি স্টল স্থান পায়।
জেবি/ আরএইচ/