শিক্ষিকার উপস্থিতিতে মুসলিম ছাত্রকে মারধর, স্কুল বন্ধ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩
শিক্ষিকার উপস্থিতিতে মুসলিম পড়ুয়াকে মারধরের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ভারতের উত্তরপ্রদেশ যোগী রাজ্যরে শিক্ষা ব্যবস্থা নিয়ে।
অভিযোগ, স্কুলের শিক্ষিকা সহপাঠীদের অনুমতি দিয়েছিলেন স্কুলের এক মুসলিম পড়ুয়া ছাত্রকে মারার জন্য। এই ঘটনায় শোরগোল হয়েছে ব্যাপক। শেষ খবর পাওয়া অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তদন্ত চলা পর্যন্ত বন্ধ থাকবে ওই স্কুল। শিক্ষা বিভাগ নেটিস পাঠিয়েছে স্কুল অপারেটরের কাছে। একই সঙ্গে জানা গেছে, ওই স্কুলে এই মুহূর্তে যেসব পড়ুয়া ভর্তি ছিল তাদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সেই কারণে নিকটবর্তী স্কুলে ভর্তি করানো হবে।
ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফনগরের খুববাপারে নেহা পাবলিক স্কুল। সেই স্কুলের একটি ভিডিও দেখা গেছে, শ্রেনীকক্ষে উপস্থিত রয়েছেন শিক্ষিকা ক্লাসেই এক কোণে দাঁড়িয়ে এক পড়ুয়া। তাকে মারছে তারই ক্লাসের সহপাঠীরা।
অভিযুক্ত ওই শিক্ষিকা তৃপ্তি ত্যাগী। তার দাবী ছিল, পড়ুয়া হোমওয়ার্ক না করে আসায় এটাই ছিল শাস্তি। তিনি উঠতে পারেন না, তাই নিদান দিয়ে ছিলেন তারই সহপাঠীদের। তিনি সমগ্র ঘটনাটিকে একটি ছোট ঘটনা বলেও উল্লেখ করে ছিলেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই ঘটনা ঘটে। পড়ুয়ার পরিবারের লোকজন জানিয়েছেন টানা এক থেকে দুই ঘন্টা এই মারধর প্রক্রিয়া চলেছিল।
আরএক্স/