মুম্বাইয়ের হোটেলে আগুন, নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


মুম্বাইয়ের হোটেলে আগুন, নিহত ৩
গ‍্যালাক্সি হোটেল। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার গ‍্যালাক্সি হোটেলে আগুন লেগে ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং ২ জন আহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 


রবিবার (২৭ আগস্ট) গ‍্যালাক্সি হোটেলের ৩য় ও ৪র্থ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫ জনকে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 


মুম্বাই মিউনিসিপ‍্যাল কর্পোরেশন সূত্রে প্রকাশ, মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার গ‍্যালাক্সি হোটেলে দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগে। আহতদের ভিএন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


অগ্নিকাণ্ডে নিহত ব‍্যক্তিরা হলেন রুপম কাঞ্জি (২৫), কিষান (২৮) এবং কান্তিলাল গোর্ধন ভারা (৪৮)। আহতরা হলেন আলফা ভাখারিয়া (১৯) এবং মঞ্জুলা ভাখারিয়া (৪৯)। তাদের চিকিৎসা চলছে, এখন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।


আরএক্স/