হত্যার অভিযোগ থেকে খালাস ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩
পাকিস্তানের একটি আদালত সোমবার (২৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা খারিজ করে দিয়েছেন। তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন।
ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক্সে (পূর্বে টুইটার নাম ছিল) বলেন, “সকল প্রশংসা আল্লাহর। ”
তিনি বলেন, “পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় একজন আইনজীবী হত্যার অভিযোগে করা ইমরান খানেরে বিরুদ্ধে মামলা আদালত খারিজ করে দিয়েছেন।”
আরও পড়ুন: ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’
চলতি বছরের জুনে হত্যার জন্য খানকে অভিযুক্ত করা হয়। গেল বছরের এপ্রিলে সংসদীয় আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ১০০ টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তিনি দেশের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
জেবি/এসবি