লিভ ইন সঙ্গীকে পিটিয়ে হত‍্যা, গ্রেফতার যুবক


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


লিভ ইন সঙ্গীকে পিটিয়ে হত‍্যা, গ্রেফতার যুবক
ছবি: সংগৃহীত

সন্দেহের বশে লিভ ইন সঙ্গীকে হত‍্যা করল যুবক। লোমহর্ষক হ‍ত‍্যাকাণ্ডের পর ঘাতক যুবককে গ্রেফতার করল পুলিশ। 


পুলিশ সূত্রে জানা যায়, ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। বেঘুর এলাকায় একটি ফ্ল‍্যাটে গত ৩ বছর একসঙ্গে থাকতেন বৈষ্ণব ও দেবা। তাঁরা দুজনেই কেরলের বাসিন্দা। গত কয়েক সপ্তাহ ধরেই ২ জনের মধ‍্যে তুমুল ঝামেলা শুরু হয়। বৈষ্ণবের সন্দেহ হত, দেবা অন‍্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। 


শনিবার (২৬ আগস্ট) ঝামেলার পরেই দেবাকে মারধর করে বৈষ্ণব। শেষে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত‍্যা করার চেষ্টা করেন। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণের পর ম‍ৃত‍্যু হয় দেবার।  


এই ঘটনার পরই বৈষ্ণবকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তদন্ত জারি রেখেছে তারা।


আরএক্স/