Logo

১৮ শ্রমিকের মামলায় ড. ইউনূসের নামে সমন জারি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৩, ০২:৪৪
93Shares
১৮ শ্রমিকের মামলায় ড. ইউনূসের নামে সমন জারি
ছবি: সংগৃহীত

আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।”

বিজ্ঞাপন

শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে তা বিদেশে সরিয়ে নেওয়ার (অর্থপাচার) অভিযোগে ঢাকার শ্রম আদালতে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আদালতে আরও একটি মামলা হয়েছে। এ জন্য তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। 

সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ জন শ্রমিক বাদী হয়ে এ মামলা করেন।

বিজ্ঞাপন

এর আগে ২০০৬ সালের আগে এসব শ্রমিক গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন৷  আদালত এ মামলায় ইউনূসের নামে সমন জারি করেছেন৷ আগামী ১৬ অক্টোবরে মধ্যে অভিযোগের বিষয়ে ইউনূসকে জবাব দিতে হবে।  

বিজ্ঞাপন

মামলা ও সমনের বিষয়ে ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।”

বিজ্ঞাপন

এর আগে গেল ২২ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হওয়া সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে ওই মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD