ড. ইউনূসের পক্ষে বিবৃতি, বুদ্ধিজীবীদের সমালোচনা করলেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানির’ প্রতিবাদে বিবৃতি দিয়েছে ৩৪ বিশিষ্ট ব্যক্তি। বিবৃতি দেয়া ব্যাক্তিদের সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রশ্ন তোলেন, শ্রমিকদের পক্ষে কেন তারা বক্তব্য দেননি।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ সমালোচনা করেন তিনি।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে উদ্বেগ জানান দেশের ৩৪ নাগরিক। তার বিরুদ্ধে হয়রানিমূলক সব পদক্ষেপ ও একতরফা বিষোদগার বন্ধে সরকারের প্রতি আহবান জানান তারা।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে রক্তের বন্যা বইয়ে দিবে: কাদের
এসময়ে টেলিভিশনসহ বেসরকারি গণমাধ্যমকর্মীদের সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার আহ্বান জানিয়েছেন হাছান মাহমুদ। এ ব্যাপারে উদ্যোগ নিতে গণমাধ্যম মালিকদের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর ভয়ে সরকার উল্টা-পাল্টা বকছে বললেন মান্না
তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকর্মী আইন দীর্ঘদিন ধরে সংসদীয় কমিটিতে আছে। টেলিভিশন মালিকদের একটি অংশ গণমাধ্যমকর্মী আইন পাশ হওয়ার পক্ষে নন।” বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসনরা যেন সঠিক বেতন পান, তা বিবেচনা করতে মালিকপক্ষের প্রতি অনুরোধ জানান হাছান মাহমুদ।
জেবি/এসবি