ক্ষমতা হারানোর ভয়ে সরকার উল্টা-পাল্টা বকছে বললেন মান্না

রবিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সরকার ক্ষমতা হারানোর ভয়ে উল্টা-পাল্টা বকছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রবিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মান্না বলেন, সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে। বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কথা বলছে না। আমেরিকাতো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারাও বিপক্ষে গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) পায়ের তলায় কোন মাটি নেই। যাদের দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে এরাও থাকবে না। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নেই, অল্প সময়ের ব্যাপার।
বিজ্ঞাপন
জেবি/এসবি