ভারতে তীর্থ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩


ভারতে তীর্থ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ছবি: সংগৃহীত

মন্দির পুজো দিয়ে ফেরার পথে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা তীর্থ বোঝাই গাড়ির। ভারতের কর্ণাটকের রামানাগারা জেলার সাহানুরে ঘটেছে দুর্ঘটনাটি। 


তাতে অন্তত ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। বেঙ্গালুরুর চান্দাপুরা থেকে একটি গাড়িতে চামরাজনগরের মালে মহাদেশ্বরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন। মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। 


পুলিশ জানা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) রামানাগারার সাহানুরের কেম্মালে গেটের কাছে তীর্থযাত্রী বোঝাই গাড়িটির সঙ্গে মুখোমুখি  সংঘর্ষ হয় একটি বাসের। ধাক্কার অভিঘাতে গাড়ির যাত্রী ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাসের চালক ও। 


আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।


আরএক্স/