মধ্যপ্রদেশে সেপটিক ট্যাংস্ক পরিস্কার করতে গিয়ে ৫ শ্রমিকের প্রাণহানি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩
আবারো সেপটিক ট্যাংস্কে নেমে মৃত্যু হল একদল শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। একই দিনে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে প্রাণহানি হয়েছে ৫ জন শ্রমিকের।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগস্ট) মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ঘটনাটি সংগঠিত হয়েছে। সাক্ষী ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে সকাল ১১ টায় একটি ট্যাংস্ক থেকে গ্যাস লিক হয়। সেটিই খতিয়ে দেখতে সেপটিক ট্যাংস্কে নামেন ২ জন শ্রমিক।
সেই সময়েই বিষাক্ত গ্যাসের কারণে শ্বাস কষ্টের সমস্যা দেখা দেয় তাঁদের। সেই বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে যান আরও ৩ জন শ্রমিক। ওই ৫ জনকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
আরএক্স/