বিশ্ব শ্রবণ দিবসে বিএসএমএমইউ’র সেমিনার-র‌্যালি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিশ্ব শ্রবণ দিবসে বিএসএমএমইউ’র সেমিনার-র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি ও বাংলাদেশ সোসাইটি অফ অটোলজি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব শ্রবণ দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে থেকে র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শ্রবণ জীবনের তরে, তাই সযত্নে শুনুন!’ এ প্রতিপাদ্য নিয়ে বের হওয়া র‌্যালিতে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।

এছাড়া অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও উক্ত বিভাগের অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান (বাবর)সহ উক্ত বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

 ওআ/