রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি নতুন নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ডে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ডে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালি উল্ল্যা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও ব্যাংকের গ্রাহক সদর উপজেলা শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর হামিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: আদর্শ কলেজের সহকারি অধ্যাপক আহসান হাবিব, ব্যাংকের গ্রাহক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক বনায়ন নার্সারির স্বত্বাধিকারী সূর্য কুমার মল্লিক প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি দিনাজপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ফুলবাড়ী শাখার ম্যানেজার গৌতম চন্দ্র রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে নতুন আঙ্গিকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।