রাজশাহীতে ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভাগীয় কর্মশালা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫


রাজশাহীতে ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভাগীয় কর্মশালা
ছবি: প্রতিনিধি।

রাজশাহীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৬ জুলাই) রাজশাহী ভিক্টোরিয়া কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডা. এ বি এম খালেকুজ্জামান, পরিচালক সম্প্রসারণ ডা. বেগম শামছুননাহার আহমেদ, এলডিডিপি'র প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তারা বলেন, এলডিডিপি প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে কাজ করছে। তবে, কিছু ক্ষেত্রে এর অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলেও, এই প্রকল্পের ভবিষ্যৎ ইতিবাচক হতে পারে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। ইতিমধ্যে প্রকল্পটি কার্যক্রম তাদারকী ও মনিটরিং আরও জোরদার করেছে।


প্রকল্পটি পশু পালন, রোগ নিয়ন্ত্রণ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণসহ প্রাণিসম্পদ খাতে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়, যা তাদের কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে। এই কর্মশালায় বক্তারা প্রকল্পটির ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করেন।


এসডি/