চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাঁচ জনকে আটক করা হয়েছে।


গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা রবিবার (২৭ জুলাই) বলেন, “চাঁদাবাজির অভিযোগে ৫ সমন্বয়কের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার দেখানো হয়েছে।”


আটকরা হলেন — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ওই পাঁচজন সমন্বয়ক পরিচয় দিয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। কিছুদিন আগে তারা ১০ লাখ টাকা নিয়ে গিয়েছিল। শনিবার রাত ৮টার দিকে আবার বাসায় গিয়েছিল স্বর্ণালংকার নিতে। বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।


আরএক্স/