সব ভারতীয়রাই হিন্দু, দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


সব ভারতীয়রাই হিন্দু, দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের
আরএসএস প্রধান মোহন ভাগবতের

ভারত হিন্দুরাষ্ট্র। তাই এদেশে বসবাসকারী প্রত‍্যেক নাগরিকই হিন্দু। সমস্ত ভারতবাসীর হয়েই প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্ম। ভারতের নাগপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব‍্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।


তিনি আরও বলেন, এই কথাগুলি বুঝতে পেরেও মানতে চান না দেশবাসীর একটা বড় অংশ। কারণ তারা স্বার্থপর।


শুক্রবার (১ সেপ্টেম্বর ) নাগপুরের দৈনিক তরুণ ভারত সংবাদপত্রের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরএসএস প্রধান মোহন ভগবত। 


সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে বলেন, “হিন্দুস্তান তথা ভারত হল হিন্দুরাষ্ট্র। এটাই সত‍্যি। তাই সব ভারতীয়রাই হিন্দু। আর হিন্দু মানেই সকল ভারতীয়কে বোঝানো হয়। আজ যতজন মানুষ ভারতে বসবাস করেন তারা সকলেই হিন্দু সংস্কৃতি সঙ্গে জড়িত। হিন্দুরাষ্ট্র থেকে হিন্দু পূর্বসূরি, সমস্ত কিছুর সঙ্গেই হিন্দুত্বের যোগসূত্র রয়েছে।”


আরও পড়ুন: আসামে ২ শিশুকে হত‍্যা করল মা!


তিনি আরও বলেন, “সকলেই এই সার বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ‍্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেন না তারা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তারা হিন্দুরাষ্ট্রের অন্তভুর্ক্ত। সংবাদপত্রের ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকতার ধরণ নিয়েও মুখ খোলেন ভাগবত। আরএসএস প্রধানের মতে সমস্ত রকমের খবরই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সঠিক তথ‍্য জানাতে হবে মানুষকে। কিন্তু তার পাশাপাশি নিজেদের আদর্শকেও বজায় রাখতে হবে। গোটা দুনিয়াই হিন্দু আর্দশকে সমাদর করে কারণ এর কোনও বিকল্প নেই।”


জেবি/এসবি