মধ্যযুগীয় বর্বরতা, বিবাহিত তরুণীকে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রাম !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩
মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল ভারতের রাজস্থানের জয়পুর এলাকা। আদিবাসী বিবাহিত এক তরুণীকে মারধর, বিবস্ত্র করে গোটা গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট ) রাজস্থানের প্রতাপগড় জেলার জয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই তরুণীকে বিবস্ত্র অবস্থায় গ্রাম ঘোরানো হচ্ছে। আর এই কাজে যুক্ত ওই তরুণীর স্বামী।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ বছরের বিবাহিত ওই তরুণীর সঙ্গে একজনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই তরুণীকে এই "শাস্তি" দেওয়া হয় বলে অভিযোগ।
এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত ও মূল অভিযুক্ত ছাড়া ও আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি দোষীদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন।
আরএক্স/