রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ মার্চ) হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিলো। আদালত পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে চার জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ।
পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন, শাহিন, দেলোয়ার ও রানা।
মামলায় চার্জশিটভুক্ত মোট ৮ আসামির মধ্যে অন্য চার জন জামিনে আছেন। জামিনে থাকা অপর জন হলেন, আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এতথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি দায়ের করা হয়েছিল। পুলিশ দুই চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ওআ/