সুধী সমাবেশে জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে নেতাকর্মীরা আসছেন। বৃষ্টির বাধা উপেক্ষা করেই রাজধানী ও বাইরের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।
এদিকে, এদিন বিকাল পৌনে ৩টায় প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবেন। সেখানে টোলপ্লাজায় টোল পরিশোধ করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর সেখানে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন আজ
সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা জানিয়েছেন, নতুন উড়াল সড়কটির ফলে রাজধানীর যানজট কমে যাবে। এটি আমাদের গৌরব। প্রধানমন্ত্রী ও দলীয় নেতাদের ভাষণ শুনতে দূর থেকে আমরা সমাবেশস্থলে এসেছি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শাপলা দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও হতে পারবেনা

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে: আমিনুল হক

ভারতের মদদে হাসিনার সরকার গুম-খুনের রাজত্ব চালিয়েছে: নাহিদ ইসলাম

শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ সার্জিস আলম, পরে কণ্ঠে ঝরে পড়ে আবেগ
