বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪০০ জনের প্রাণহানি!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪০০ জনের প্রাণহানি!
ছবি: সংগৃহীত

বর্ষায় বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে ভারতের হিমাচল প্রদেশে। 


শুক্রবার (১ সেপ্টেম্বর) এই কথা জানিয়েছেন, রাজ‍্যরে রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ। দুর্যোগে আহত হয়েছেন ৪০০ জনের ও বেশি বাসিন্দা। বৃষ্টি বিপর্যয়ে ২৫০০ ওর ও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। 


আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজারের ও বেশি বাড়ি। চলিত বছরে বর্ষার মরসুমে হিমাচলে বেশ কয়েকবার ধস নেমেছে। অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বহু বাসিন্দা। 


মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ‍্যরে বহু বাসিন্দা নিজেদের জমি হারিয়েছেন। হিমাচলের মধ‍্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমলার। জুলাই মাসে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে হিমাচলে। জুলাই মাসে হিমাচলে বৃষ্টি হয়েছে ৪৩৭.৫ মিমি। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৫.৯ মিমি। 


১৯৮০ সালের পর এই প্রথমবার জুলাই মাসে এত পরিমাণে বৃষ্টি হল এই রাজ‍্য। চলিত বর্ষার মরসুমে এখনও পর্যন্ত হিমাচলে বৃষ্টি হয়েছে ৮১৬ক্স৪ মিমি। স্বাভাবিক পরিমাণ ৬১৩ক্স৮ মিমি।


আরএক্স/