নবীনদের পদচারণায় প্রাণবন্ত ইবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব উচ্চমাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে স্কুল, কলেজের চৌকাঠ পেরিয়ে উচ্চশিক্ষার জন্য দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো একটিতে নিজের আসন নিশ্চিত করা।
শনিবার (২ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্লাস।
এদিন সকাল থেকেই নবীন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেকের সঙ্গে তাদের অভিভাবকদেরও আসতে দেখা গেছে। পাশাপাশি নবীনদের বরণ করতে ক্যাম্পাসের প্রবীণরাও এসেছিলেন সাজগোজ করে।
নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহবান জানান।
সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেওয়ার স্থানগুলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ব্যতীত বটতলা, ঝালচত্বর, ডায়না চত্বর, মফিজ লেকে ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণা। আর এই পদচারণা যেন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যদের মনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
উৎসবমুখর ক্যাম্পাসের এই দিনে কথা হয় বায়োটেকনোলজি বিভাগের নবীন শিক্ষার্থী নওশীনের সাথে। তিনি বলেন, ক্যাম্পাস লাইফের প্রথম দিন হিসেবে দিনটা অনেক ভালো গেছে। প্রথম দিনেই টিচাররা ক্লাস নিলো এছাড়াও অনেক দিকনির্দেশনা দিয়েছে। আশাকরি সবকিছুই ভালো যাবে।
আইসিটি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, প্রত্যেক শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে পাবলিকিয়ান হওয়ার। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। প্রথম দিনেই অনেক বন্ধু বান্ধব পেয়েছি।
চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থী তানিয়া বলেন, আমি ছোটবেলা থেকে কোনো প্রাথমিক জ্ঞান গ্রহণ করি নাই চারুকলা বিভাগে ভর্তি হওয়ার জন্য। শুধু মাত্র ভালো মানুষ হওয়ার জন্য একজন শিল্পী হওয়ার জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট পেয়েও এখানে চারুকলায় ভর্তি হয়েছি। তাই অন্যদের চেয়ে হয়তো আমার অনুভূতি আলাদা থাকবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, নবীন আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাই তাদের প্রতি আমার পরামর্শ থাকবে শুধু একাডেমিকভাবে নয় বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ থাকবে। এছাড়াও শাখা ছাত্রলীগের দরজা তাদের জন্য সবসময় খোলা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাই একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের তারা শুধু পরিশ্রম করে লেখাপড়া করবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ বাসীর কাছে পরিচিত করে তুলবে।
কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, অবশ্যই সেন্ট্রালী তাদের বরণ করে নেয়া হবে। খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত জানাবো।
আরএক্স/