বসুন্ধরা খাতা ব্রেইল বুক ডোনেশন প্রোগ্রাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের
জন্য ‘বসুন্ধরা খাতা ব্রেইল বুক ডোনেশন প্রোগ্রাম- ২০২২’ এর
আওতায় বসুন্ধরা খাতা ও ভিউ ফাউন্ডেশন (ভিজুয়ালি ইম্পায়ারড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার
ফাউন্ডেশন) এর মধ্যে চুক্তি সই হয়েছে।
বুধবার (২ মার্চ) রাজধানীর
বসুন্ধরা আবাসিক এলাকায় দ্য ফুড হল রেস্টুরেন্টে চুক্তিটি সই হয়।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান
সাফওয়ান সোবহানের উদ্যোগে বসুন্ধরা খাতার পক্ষ থেকে সারাদেশে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায়
উত্তীর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে এ বইগুলো বিতরণ করা হবে।
ব্রেইল বইগুলো বিতরণ করা হবে
ভিউ ফাউন্ডেশনের মাধ্যমে। যারা ২০১৬ সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সমাজসেবামূলক
কার্যক্রম করে আসছে। তাদের নিজস্ব ব্রেইল প্রিন্টিং হাউসে ব্রেইল বইগুলো ছাপানো হবে।
মূলত এনসিটিবি কর্তৃক অনুমোদিত বাংলা সহপাঠ, বাংলা
সাহিত্যপাঠ ও ইংরেজি বইগুলো তৈরি করা হবে ব্রেইল প্রিন্টিং পদ্ধতিতে। ব্রেইল বই অনুদানের
চুক্তি সই করেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান এবং ভিউ ফাউন্ডেশনের
চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলি চৌধুরী।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব
ডিভিশন সেলস গোলাম সারওয়ার, ভিজুয়াল ইম্পায়ারড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের
ট্রাস্টি আলি আশফাক ও দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ওআ/