ভারতের ওড়িশায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


ভারতের ওড়িশায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি
ছবি: জনবাণী

বর্ষা পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি। ঘূর্নিঝড় ও নিম্নচাপের কারণে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারতের ওড়িশায়। ভারী বৃষ্টির মাঝেই বজ্রপাতে প্রাণ হারালেন ১০ জন।

 

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর ) ওড়িশা রাজ‍্য জুড়েই বজ্রবিদ‍্যুৎসহ ভারী বৃষ্টি হয়। এর মধ‍্যে ৬ জেলায় বাজ পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 


খুরদা জেলায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ৩ জন আহত হয়েছেন। উপকূলীয় এলাকা ছাড়া ও বজ্রবিদ‍্যুৎ সহ তুমুল বৃষ্টি হয়েছে ভুবনেশ্বর ও কটকে ও। মৌসম ভবন জানিয়েছে, ৪৮ ঘন্টার মধ‍্যে নিম্নচাপ তৈরি হতে পারে। 


এর জেরে আগামী ৪ দিন ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতে সম্ভাবনা ও রয়েছে। এই পরিস্থিতিতে সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আরএক্স/