ত্রিপুরায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


ত্রিপুরায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার
ছবি: সংগৃহীত

নেশা মুক্ত ত্রিপুরারাজ‍্য গঠনের লক্ষ‍্যে ফের সাফল‍্য পেল ত্রিপুরা পুলিশ বাহিনী। 


শনিবার (২ সেপ্টেম্বর ) দামছড়া থানার পুলিশ আসাম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দামছড়া নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালিয়ে ১০০ টি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। 


বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল‍্য আনুমানিক ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। 


পুলিশ সুপার আরোও জানিয়েছেন, এদিন সকালে দামছড়া নাকা চেকিং এ বসেছিল আরক্ষী বাহিনী। তখন পুলিশ সন্দেহভাজন একটি সাদা রঙের বলোরো গাড়ির গোপন চেম্বার থেকে ১০০ টি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। 


গাড়ির চালক খলিল উদ্দিনকে আটক করে। চালকের বাড়ি আসামের করিমগঞ্জ জেলায়। এনডিপিএস আইনে মামলার রুজু করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।


আরএক্স/