স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩
স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করল স্বামী।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকায়। মৃত ব্যক্তির নাম কমল ছেত্রী শর্মা (৩৬)।
জানা যায়, ২০২২ সালে কমল ছেত্রী শর্মা হেমতাবাদের বাসিন্দা পূজা রানী গুপ্তাকে বিয়ে করে। বিয়ের কয়েকমাস সব ঠিকঠাক ছিল। পরে শুরু হয় পারিবারিক কলহ। অভিযোগে, স্ত্রীর অত্যাচারে মানসিকভাবে ভেঙে পড়ে সে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট ) গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করে স্বামী। আত্মহত্যা করার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তার মৃত্যুর কারণ হিসেবে স্ত্রীকে দায়ী করে স্ট্যাম পেপারে ও স্ত্রীর অত্যাচারের গোটা ঘটনা লিখে রাখে।
এদিকে রবিবার (৩ সেপ্টেম্বর) ময়নাতদন্তে পর ব্যক্তির মৃতদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্থানীয়রা মৃতের স্ত্রীর কড়া শাস্তির দাবি জানান। প্রধান নগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরএক্স/