নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: জনবাণী

ভারতের ত্রিপুরায় চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রান্না ঘরে দাদিকে কুপিয়ে হত্যা করেন নাতি। 


ঘটনাটি ঘটেছে রবিবার (৩ সেপ্টেম্বর ) সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এলাকায়। খুকু রানী দাস নামে দাদিকে হত্যাে অভিযোগে নাতি বিজয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ। 


ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ  ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদহটি উদ্ধার করে শান্তিবাজার হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। 


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নাতি সামান্য মানসিক ভারসাম্যহীন। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। মাথায় এবং হাতে আঘাত করেছে। 


সোমবার (৪ সেপ্টেম্বর ) আদালতে প্রেরন করা হয়েছে অভিযুক্ত নাতিকে।


আরএক্স/