৩ বছরের সাজার বিরুদ্ধে রিজেন্ট সাহেদের আপিল শুনানির জন্য গ্রহণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো.আখতারুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন।
এসময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।
পরে দুদক আইনজীবী জানান, আদালত তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। তবে তাকে জামিন দেননি।
আরও পড়ুন: শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ বিএনপির ৬০ জনের বিচার শুরু
গেল ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
আরও পড়ুন: ফখরুল-রিজভীসহ আটজনের বিচার শুরু
রিজেন্ট সাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন একটি আদালত।
জেবি/এসবি