পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বাজপড়ে মৃত্যু হল ৩ জনের। 


কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ‍্যাপাসা গরম থাকলেও রবিবার (৩ সেপ্টেম্বর ) বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলে যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাঁকুড়া, পুরুলিয়াসহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। সঙ্গে হয় বজ্রপাত। 


বজ্রাঘাতে পারা থানার শাকড়া গ্রামের সোমনাথ  এবং অঞ্জন নামের ২ তরুণের মৃত্যু হয়। সেই সময় তাঁরা রাস্তায় ছিলেন। ভাজ পড়ে আহত হওয়ার পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয়েছে ২জনের। মৃত্যু হয়েছে সেনেড়া গ্রামের একব‍্যক্তির। 


তিনি ও সেই সময় মাঠে ছিলেন বলে জানা গেছে। অন‍্যদিকে বাজ পড়ে গুরুতর আহত হয়েছেন আদ্রার নুসরত খাতুন। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরএক্স/