জম্মু-কাশ্মীরে জঙ্গি নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ১ জঙ্গি। ১ পুলিশ কর্মী ও আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর ) জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার চাসানা অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পুলিশের কাছে ওই অঞ্চলে ২ জঙ্গি উপস্থিতির খবর ছিল। এরপর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
পরে যৌথ বাহিনীর হাতে নিহত হন ১ জঙ্গি। অন্য ১ জনের খোঁজে এখনও অভিযান চলছে। জম্মু পুলিশের এডিজি জানিয়েছেন, " রিয়াসি জেলার চাসানা অঞ্চলে যৌথ অভিযান এখনও চলছে।
এই অভিযানে ১ জঙ্গি নিহত হয়েছে। এখনও ১ জঙ্গির খোঁজে অভিযান চালানো হচ্ছে চাসানার তুলি এলাকার গলি সোহাব অঞ্চলে।
আরএক্স/