ইউক্রেন ফেরত ১৪ বাংলাদেশির ঠাঁই হাঙ্গেরিতে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেন
থেকে পালিয়ে আসা ১৪ বাংলাদেশির
ঠাঁই হয়েছে হাঙ্গেরির একটি মেডিকেল কলেজে।
তাদের ভর্তির বিষয়টি এখন প্রক্রিয়াধীন বলে
জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অস্ট্রিয়ায়
বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মুহিত বিষয়টি নিশ্চিত
করেছেন।
আশ্রয়
নেয়া শুভজিত জানান, তারা ইউক্রেনের উজরটে
ছিলেন। উজরট শহরটি পোল্যান্ড,
হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সীমান্তের
কাছে। রুশ বাহিনীর হামলা
শুরু হলে তারা উজরট
ছাড়েন। পাড়ি দেন হাঙ্গেরিতে।
আশ্রয়স্থল হয় বিশ্বখ্যাত স্যামিলস
ইউনিভার্সিটির ডরমেটরি। বুদাপেস্টের স্যামিলস কর্তৃপক্ষ বিপাকে পড়া বাংলাদেশি মেডিকেল
শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেবে বলে আশ্বাস
দেয়। তাদের ভর্তির বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
নিজেদের পরিস্থিতি নিয়ে শুভজিত বলেন, আমরা পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের দীর্ঘ সারি। ৭-৮ ঘণ্টা পর্যন্ত যানজট। কেউ কেউ ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হেঁটে পোল্যান্ড সীমান্তে পৌঁছান। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের হাঙ্গেরি চলে যেতে বলে। গত ২৬ ফেব্রুয়ারি আমরা হাঙ্গেরি পে