প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি, যা বাংলাদেশে গাড়ি উৎপাদন, বিক্রয়, সেবা এবং ব্যবসায়িক পরিসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: আবারও পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে, এবার যা যা এলো
উক্তসভায় সভাপতিত্ব করেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।
এ বছর, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে, যার ৭২.৬২ কোটি টাকা। এ ছাড়া, প্রতিষ্ঠানটি ১৬৮.৮৯ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও দায়িত্বশীলতা।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
•নাসিরাবাদে নিজস্ব প্রধান কার্যালয় নির্মাণ:
চট্টগ্রামের নাসিরাবাদে ৪.৩১ একর বেদখলকৃত জায়গা দখল মুক্ত করা হয়েছে এবং সেখানে প্রগতি ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রধান কার্যালয় (অফিস) নির্মাণ করা হয়েছে। এই কার্যালয়ে রয়েছে ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সভাকক্ষ, একটি শো-রুম, বিপণন বিভাগ, ক্রয় বিভাগ, হিসাব বিভাগ, প্রশাসন বিভাগ এবং একটি সার্ভিস সেন্টার। এছাড়া, তৃতীয় একটি ভবন গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নতুন কার্যালয় প্রতিষ্ঠানের বছরে প্রায় ১ কোটি টাকা সাশ্রয় করবে।
•ঢাকায় আধুনিক শো-রুম ও সার্ভিস সেন্টার:
ঢাকার তেজগাঁও এলাকায় একটি অত্যাধুনিক শো-রুম, অফিস এবং কার ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। এছাড়া, একটি আধুনিক 3S সার্ভিস সেন্টারের নির্মাণ কাজও চলমান রয়েছে, যা কোম্পানির সার্ভিসের মান উন্নত করতে সহায়ক হবে।
•পণ্য বৈচিত্রকরণ:
প্রগতি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত কোরিয়ান কিয়া (KIA) ব্র্যান্ডের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ১৬০০ সিসি’র CERATO মডেলের ব্রান্ড নিউ সিডান কার সংযোজন করেছে। এই গাড়িটির বাজারমূল্য রাখা হয়েছে মাত্র ৪৫ লক্ষ টাকা, যা দেশের বাজারে নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
আরও পড়ুন: পেঁয়াজ-আলুতে স্বস্তি মিললেও বেড়েই চলেছে চাল-মুরগির দাম
•বিক্রয়ের ব্যাপক বৃদ্ধি:
বিগত অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে গাড়ি বিক্রির পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, যা প্রায় ৪০২.৩৪ কোটি টাকা। বর্তমান ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি আশা করছে যে, তারা গত বছরের বিক্রয় লক্ষ্য ছাড়িয়ে যাবে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখবে।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য আরও উন্নত কার্যক্রম চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে। তারা দেশে-বিদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন নতুন মডেল চালুর পাশাপাশি গ্রাহক সেবা ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেছে।
এসডি/