পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বিডা অডিটোরিয়ামে বিনিয়োগ বিষয়ক সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন বিডার ব্যবসায় উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি।
আরও পড়ুন: রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে
তিনি জানান, প্রাপ্ত প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ২০ শতাংশ অগ্রসর পর্যায়ে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে স্বাক্ষরিত চুক্তি, জমি ইজারা এবং বরাদ্দপত্র। এ প্রবণতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
রোচি বলেন, “আমরা শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বরং এর গুণগত মান ও স্থায়িত্বকেও গুরুত্ব দিচ্ছি। এ ধারা অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় সুবিধা সহজলভ্য হলে আগামী মাসগুলোতে আরও বড় সাফল্য আসবে।”
আরও পড়ুন: সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার করা যাবে না: দুদক
এছাড়া তিনি উল্লেখ করেন, মহামারী-পরবর্তী সময়ে বিনিয়োগ প্রবাহের এই ধারা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ এখনো অনুসন্ধান বা প্রাথমিক যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এছাড়া আরও ২০ শতাংশ প্রস্তাব গভীরভাবে যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।
আরও পড়ুন: প্রাইজবন্ড নিরাপদ সঞ্চয় নাকি ভাগ্যের খেলা? জানুন সুবিধা-অসুবিধা
স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নজরুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা হয়েছে। এতে বিনিয়োগের অবস্থা, অঞ্চলভিত্তিক উন্নয়ন, জমির প্রাপ্যতা এবং অনুমোদনের সময়সীমাসহ গুরুত্বপূর্ণ তথ্য একীভূত থাকবে।
এএস