রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। সর্বশেষ আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে মোট ৮৮ বার প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তিত হলো।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন নতুন এ তারিখ ঘোষণা করেন।
আরও পড়ুন: সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার করা যাবে না: দুদক
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়। পরবর্তীতে অর্থ ফিলিপাইনে পাচার করা হয়।
ধারণা করা হয়, আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ ঘটনায় জড়িত থাকলেও দেশের অভ্যন্তরের একটি চক্র তাদের সহায়তা করেছে।
আরও পড়ুন: প্রাইজবন্ড নিরাপদ সঞ্চয় নাকি ভাগ্যের খেলা? জানুন সুবিধা-অসুবিধা
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
এএস