মুর্শিদাবাদে বাবার হাতে ছেলে খুন


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩


মুর্শিদাবাদে বাবার হাতে ছেলে খুন
রবিউল ইসলাম। ছবি: জনবাণী

শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাইক স্টার্ট নিচ্ছিল না। এই বিষয়কে কেন্দ্র করে বাবা- ছেলের কথা কাটাকাটি চলার সময় হঠাৎই ছেলের বুকে হাঁসুয়ার কোপ বসিয়ে দেন বাবা।মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয় ছেলের।


ঘটনাটি ঘটেছে সোমবার (৪ সেপ্টেম্বর ) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ-মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। 


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে রবিউলের সঙ্গে সুপ্রিয়া খাতুন নামে এক তরুণীর বিয়ে হয়। বাইকে করে শ্বশুরবাড়ির যাওয়ার জন‍্য বের হয় রবিউল। কিছুদূর যাওয়ার পরই বাইকটি বন্ধ হয়ে যায়। রবিউল বাড়ি ফিরে আসে। 


পরিবার সূত্রে জানা যায়, বাইকটি ঠিকমত স্টার্ট না নেওয়ায় মাথা গরম হয়ে যায় রবিউলের। একটি লাঠি দিয়ে নিজের মোটর সাইকেলের সামনের অংশ ভাঙচুর করে। যা দেখে রেগে যান রবিউলের বাবা আবুল হোসেন। 


এই সময় বাবা ও ছেলের মধ‍্যে ঝগড়া শুরু হয়। এরপরই রাগের মাথায় রবিউলকে লক্ষ‍্য করে হাঁসুয়ার কোপ চালান বাবা আবুল হোসেন। রক্তাক্ত অবস্থায় রবিউলকে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


সেখানে রবিউলের অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত ৮টায় সেখানে মৃত্যু হয় রবিউলের। 


ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরএক্স/