সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩


সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

ভুল নকশা ও সেতু নিচু করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। কোথাও সেতু নির্মাণ করতে হলে সঠিক সম্ভাব্যতা সমীক্ষা করে নকশা ঠিকমতো করে তারপরই সেতু নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। 


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১ কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।


সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস কনফারেন্সে বিস্তারিত জানান।


প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “ভবিষ্যতে যেকোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নড়াইলে সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া, জমি অধিগ্রহণের সময় জমির ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি তুলে রাখলে কেউ ভূমি অধিগ্রহণের খবরে স্থাপনা বানাতে পারবেন না।”


আরও পড়ুন: ভুয়া সনদে বিদেশ, জড়িতদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ


প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, “নড়াইলে কালিয়া সেতুতে কিছু কাজ করার পর দেখা গেল আমাদের ভুল হয়েছে। যার মধ্য দিয়ে নৌকা পার হওয়া যায় না। এটার কারণে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। এটা সবাই করবে, আমিও করতাম। আসলে এত এত কোটি টাকার কাজ হলো, কনসালট্যান্ট আছে, ফিজিবিলিটি আছে, সিনিয়ররা আছেন। তারপরও দেখা যায় এর হাইট কম, যান চলাচল করতে হলে এর হাইট বাড়াতে হবে। জনগণের টাকা গেল, সময় গেল। এ জন্য তিনি বিরক্তি প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘আগামীতে আরও সাবধান হবেন।’”


আরও পড়ুন: স্বাধীনতার সুফল বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী


মন্ত্রী বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। এ সময় অন্যান্য বাকি কাজ যথাসময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।”


জেবি/এসবি