সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩


সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন
জাতীয় সংসদ | ফাইল ছবি

জাতীয় সংসদে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল উত্থাপন করা হয়েছে। যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে সংসদীয় কমিটিতে। 


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি উত্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। 


আরও পড়ুন: ৮ সেপ্টেম্বর দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক


জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বিলটি উত্থাপনের আপত্তি করেন। কিন্তু সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। পরে বিলটি অধিকতর পরীক্ষা করে ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।


আরও পড়ুন: সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৯৮ রহিতক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে নতুনভাবে বিধান প্রণয়নকল্পে সাইবার নিরাপত্তা বিল, ২০২৩ নামে বিলটি আনা হয়েছে।


জেবি/এসবি