আসামে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩
আসামে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ৭ জন। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা সংকটজনক।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘটনাটি সংগঠিত হয়েছে আসামের তিনসুকিয়া জেলার কাকপাথারের বরদিরাকে।
বেপরোয়া একটি ট্রাক গাড়ির পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান।
ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তিনসুকিয়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁদের অবস্থা দেখে রাতেই ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ইতিমধ্যেই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
আরএক্স/