ধারালো অস্ত্রের আঘাতে জওয়ানের মৃত্যু !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
আসামের তিনসুকিয়া জেলার অরুণাচল প্রদেশ সীমান্তের বড়দুমচায় ২ বাইক আরোহীর ধারালো অস্ত্রের আক্রমণে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এনিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে।
ঘটনাটি ঘটে বুধবার (৬ সেপ্টেম্বর)। জানা যায়, বড়দুমচার ক্যাম্পের সিআরপিএফ জওয়ান সুনীল কুমার পান্ডে। তিনি বেসামরিক পোশাক পরে জন্মাষ্টমীর কেনাকাটা করতে বড়দুমচারের মাধবপুরে যাচ্ছিলেন। সন্ধ্যায় ফেরার সময় বাইকে থাকা ২ যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়।
সে সময় ২ যুবক জওয়ানকে চোকানো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনার পর গুরুতর আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ২ যুবক অরুণাচল প্রদেশের বাসিন্দা এবং তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
সিআরপিএফ ক্যাম্পের এক সেনাকে হত্যায় জওয়ানরা ক্ষেপে বসেছে। ওই সৈনিক ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
আরএক্স/