মশা মারতে গিয়ে মানুষ মরে যায়—এমন স্প্রে করা যাবে না: স্থানীয় সরকার মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩


মশা মারতে গিয়ে মানুষ মরে যায়—এমন স্প্রে করা যাবে না: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মশা মারতে গিয়ে মানুষ মরে যায়—এমন কীটনাশক স্প্রে করা যাবে না। 


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “পৃথিবীতে মশা মারার কার্যকর ওষুধগুলো বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে। তবে এমন কীটনাশক স্প্রে করতে পরব না, যাতে মশা মারতে গিয়ে মানুষ মরে যায়। আমাদের সীমাবদ্ধতা রয়েছে।”


আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব হাসপাতালে ভর্তি


তিনি আরও বলেন, “২০১৯ সাল থেকে বাংলাদেশে ডেঙ্গুর তীব্রতা দেখা গেছে। কয়েক বছর এটি নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছর অতিরিক্ত সংক্রমণ দেখা দিয়েছে। এটি এবার গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা সত্যিই বেদনার ও কষ্টের।”


স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো কাজ করছে। জনগণও ডেঙ্গু নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। কিন্তু যে পরিমাণ তাদের অংশগ্রহণ দরকার, সেটা হচ্ছে না।”


আরও পড়ুন: এবার ডিবিপ্রধান হারুনের বাড়িতে খেলেন দুই মন্ত্রী


তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক হতে হবে। বাড়িতে মশা না থাকলে কি দেশে মশা থাকবে? তাই বাড়ি পরিষ্কার রাখতে হবে।


উল্লেখ্য, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৩৮ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন। ৬৭১ জন মৃত্যুবরণ করেন।


জেবি/এসবি