ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
ঝটিকা সফরে ঢাকায় এসে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বাংলাদেশের স্বাধীনতার পর রুশ কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টা ১৭ মিনিটে তিনি হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আরও পড়ুন: নিজেদের সংখ্যালঘু ভাববেন না: প্রধানমন্ত্রী
প্রায় ২২ ঘণ্টার এই সফরে সের্গেই লাভরভ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জেবি/এসবি