কাঠুরিয়া হত্যাকাণ্ড দিবস
২৭ বছরেও হয়নি ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়া হত্যার ২৭ বছর পার হলেও কোনো বিচার না হওয়ায় হতাশ পার্বত্য অঞ্চলের বাঙালিরা।
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন শান্তি বাহিনী লংগদু উপজেলার ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে বাঘাইছড়ি ও লংগদুর মধ্যবর্তী এলাকার গহিন অরণ্য পাকুয়াখালীতে সভার নামে ডেকে নিয়ে হত্যা করে।
সে সময় ইউনুছ মিয়া নামে এক বাঙালি কাঠুরিয়া পালিয়ে আসতে পারায় এই হত্যাকাণ্ডের খবর জানা যায় এবং সেই কাঠুরিয়াদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল।
সেই থেকে পার্বত্য অঞ্চলের বাঙালিরা ৯ সেপ্টেম্বরকে কাঠুরিয়া হত্যাকাণ্ড দিবস হিসেবে পালন করে এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।
আরএক্স/